বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্দোগে সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ হাসপাতালে ভর্তি অভিনেত্রী রাখি সাওয়ান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিতে ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ : পররাষ্ট্রমন্ত্রী জামালপুরে জন্ম নেয়া ৪ শিশুর মধ্যে ৩ জনেরই মৃত্যু নড়াইলে প্রতারণা মামলার আসামি গ্রেফতার পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী সরকার ও নাগরিকের মধ্যে অংশীদারিত্ব তৈরি হলে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাতক্ষীরার তেরো গুনিজনকে সম্মাননা প্রদানের উদ্যেগ ইউপিডিএফ এর আধাবেলা ডাকা অবরোধ শুরু হয়েছে রাঙামাটি ও খাগড়াছড়িতে। সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। – পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবিতে অংশ নিবে ৭৩৮৮ পরিক্ষার্থী

  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৪.৫৬ এএম
  • ১০ বার পঠিত

 

গুচ্ছ ভর্তি পরীক্ষায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করবে ৭৩৮৮জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় এ ইউনিটে ৪৫৬০জন, বি ইউনিটে ২১২৯জন ও সি ইউনিটে ৬০০জন পরীক্ষার্থী অংশ নিবে। এছাড়াও আর্কিটেকচার ব্যহারিক (ড্রয়িং) পরীক্ষায় ৯৯জন পরীক্ষার্থী অংশ নিবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একাডেমিক ভবনগুলোতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করছে বিশ্ববিদ্যালয়টি। তবে ইউজিসি এবছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথমবারের মতো ৩০জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায়, বিভাগটির জন্য ৩০জন শিক্ষার্থীসহ মোট ৮৭৫জন শিক্ষার্থী ভর্তি করবে বিশ্ববিদ্যালয়টি। ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫৫জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ৫৫জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) ৬০জন, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) ৩০জন শিক্ষার্থীর আসন রয়েছে।

লাইফ সায়েন্স অনুষদের অনুকূলে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগে ৫৫জন, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগে ৬০জন, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগে ৫৫জন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে ৪০জন, ফার্মেসী বিভাগে ৩৫জন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ৩৫জন শিক্ষার্থীর আসন রয়েছে। সায়েন্স অনুষদের রসায়ন বিভাগে ৫৫জন, গণিত বিভাগে ৬০জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৫৫ জন, পরিসংখ্যান বিভাগে ৬০জন শিক্ষার্থীর আসন রয়েছে। সোস্যাল সায়েন্স অনুষদের অর্থনীতি বিভাগে ৬৫জন, বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান বিভাগে ৫০জন ও ব্যবস্থাপনা বিভাগে ৫০জন শিক্ষার্থীর আসন রয়েছে।

আরো জানা যায়, গুচ্ছভুক্ত ২৪বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছর ৩টি ইউনিটে সর্বমোট আবেদন পড়েছে ৩,০৫,৩৪৬জন পরিক্ষার্থীর। এর মধ্যে ‘এ’ ইউনিটে মোট ১,৭০,৫৯৯জন, ‘বি’ ইউনিটে মোট ৯৪,৬৩১জন এবং ‘সি’ ইউনিটে মোট ৪০,১১৬জন। গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২০,৬৬৮টি। আবেদন জমার হিসেবে এবছর প্রতি আসনে লড়বে প্রায় ১৫জন শিক্ষার্থী। এবছর নতুন দুটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হয়েছে। নতুন এই ২টি বিশ্ববিদ্যালয় হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যটি পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

তিনটি পৃথক পৃথক দিনে ৩টি গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইউনিটের ভর্তি পরীক্ষা ২৭এপ্রিল শনিবার সকাল ১২.০০টা থেকে ১.০০টা পর্যন্ত ও আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বি ইউনিটের পরীক্ষা ৩মে শুক্রবার সকাল ১১.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা ১০মে শুক্রবার সকাল ১১.০০টা থেকে ১২.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

পুরাতন খবর

SatSunMonTueWedThuFri
    123
18192021222324
25262728293031
       
     12
24252627282930
       
2930     
       
    123
       
    123
25262728   
       
     12
31      
   1234
262728    
       
  12345
2728     
       
   1234
       
     12
31      
1234567
891011121314
15161718192021
2930     
       
    123
11121314151617
       
  12345
20212223242526
27282930   
       
      1
2345678
23242526272829
3031     
      1
       
293031    
       
     12
10111213141516
       
  12345
       
2930     
       
    123
18192021222324
25262728293031
       
28293031   
       
      1
16171819202122
30      
   1234
       
14151617181920
282930    
       
     12
31      
     12
3456789
10111213141516
17181920212223
       
© All rights reserved © MKProtidin.Com
Theme Developed BY ThemesBazar.Com