হাফিজুর রহমান শিমুলঃ আত্মমানবতার সেবায় আমি জনকল্যাণমুখী কিছু করতে চাই। সেলক্ষ্যেই দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে কাজ করছি। এমনিভাবে এলাকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। অভিরণনেছা ব্লাড গ্রুপ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল ওহাব একথা বলেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একঝাঁক তরুণ যুবক দের নিয়ে প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (মিন্টু), সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক : আব্দুল কুদ্দুস ও আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের সহযোগীতায় ব্লাড ব্যংক এর শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন বঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আব্দুল ওহাব। অনুষ্ঠানে সেচ্ছাসেবীদের উদেশ্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ সামিনা সুজানা (সিমি), ফিরোজ হোসেন, মাসুদুল হক, আকিবুজ্জামিন, মোস্তাফিজুর রহমান প্রমূখ। তরুন প্রজন্মের উচিত সকল সময় নিজেদের সেচ্ছাসেবী কাজে নিয়োজিত করা, ব্লাড ব্যংক প্রতিষ্ঠায় উপকৃত হবে অত্র এলাকার জনতা, এ বিষয়ে অত্যান্ত আনন্দীত এলাকাবাসী, গ্রাম বাসি গন বলেন, মানুষের প্রয়োজনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছে এলাকাবাসী, সর্বোপরি দেশ ও জনগণের স্বার্থে দোয়া প যুবকদের এগিয়ে আসার দাবি জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।