পাইকগাছায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুঠিত হয়েছে ।
শুক্রবার ১২ এপ্রিল সন্ধ্যা ৭ টায় (ডে-নাইট) খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন দেবদুয়ার গ্রামে দেবদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জনাব আ,ন,ম তরিকুল ইসলাম, পরিচালক (যুগ্ম সচিব) ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় । সভাপতিত্ব করেন জনাব মো: আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা চেয়ারম্যান, পাইকগাছা উপজেলা পরিষদ।
প্রধান অতিথি জনাব আ,ন,ম তরিকুল ইসলাম বলেন,
” হারিয়ে যাওয়া ভলিবল,
ফিরিয়ে আনার পালা
উড়ন্ত বলের দূরন্ত খেলা “।
তিনি বলেন, ভলিবলকে বলা হয় গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। বাংলার শত বছরের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে খেলাটি। বিশেষ করে অল্প খরচ আর কম স্থান লাগায় সর্বস্তরে বেশ জনপ্রিয় ভলিবল। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার সম্প্রসারণে ক্রীড়া পরিদপ্তর কাজ করছে। ক্রীড়ায় সরকারের দেওয়া সুযোগ সুবিধা তৃণমূলে সকলে যাতে পায় – এটা নিশ্চিত করতে অনলাইনের মাধ্যমে ক্রীড়া সামগ্রী বিতরণ শুরু করা হচ্ছে মর্মে তিনি জানান।