অসাধারণ এক অনুভূতি আমাদের বাংলার গ্রামে।বাল্যকাল কেটেছে আমার গ্রামে।বাবা-মা আত্মীয়-স্বজন সবাই গ্রামে থাকে (সাতক্ষীরা জেলাতে) ,সময়ের সাথে ও প্রতিযোগিতার যুদ্ধে জয়ী হওয়ার স্বপ্ন নিয়ে বর্তমানে বসবাসকরি ব্যস্ততম শহর ঢাকাতে। যদিও বাল্যকাল থেকে বিভিন্ন ধরনের বাংলা সাহিত্যের বই পড়ে আমি বড় হয়েছি। বিশেষ করে, গল্প এবং উপন্যাস। যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়েই শুরু করি, তাঁর বর্ণনায় কি তারও আগে, বা কিছু পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ সবকিছুতেই যেন গ্রামবাংলার চিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে আমাদের সাহিত্যে। সেখান থেকেই গ্রামবাংলার প্রতি আমার আকর্ষণ আরো বেশি বেড়ে গেছে। সেসব বই পড়ে, সেসব বইয়ের ভেতরে গ্রাম সম্বন্ধে যে বিবরণ লেখা আছে, সেই বিবরণ জেনে, যেন দিব্য চোখে দেখতে পেয়েছি নানা দৃশ্যাবলি।সবুজের সমোরোহ চারিদিক, বাঁশঝাড় নুয়ে পড়েছে মেঠো পথে। সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি আমি। বাঁশের পাতা আমার শরীরে আদরের মতো করে যেন হাত বুলিয়ে দিচ্ছে। এই দৃশ্য কল্পনার চোখে দেখেছি এক সময়। অনুভব করেছি। তারপর বাস্তবে তা পরিণত হয়েছে আমার গ্রামে……
লেখকঃ কবির নেওয়াজ রাজ।