হাফিজুর রহমান শিমুলঃ গভীর সুন্দরবনে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরেছে দুই সন্তানের জনক কালিগঞ্জের ফারুক হোসেন মোড়ল (২৮)। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃতঃ শহিদ হোসেন মোড়লের পুত্র। সে সহ একই গ্রামের গ্রাম পুলিশ নুর ইসলামের পুত্র মোজাফ্ফর হোসেন, নীলকন্ঠপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র মনিরুল ইসলাম ও আবুল হোসেনের পুত্র আয়ুব আলী সহ ৮ জন সোমবার (২২ জুলাই) সকাল আনুঃ সাড়ে ১০ টায় সুন্দরবনের ( দূর্গাবাটী) খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যায়। নদী জাল ফেলে সম্মিলিতভাবে টানার সময় ফারুক হোসেন চোরাবালীর কবলে পড়ে ডুবে যায়। সাথীরা তাকে অনেক খুঁজে না পেয়ে বাড়ী ফেরে। এ ঘটনায় নিখোজ ফারুকের পরিবারে চলতে থাকে শোকের মাতম। বিষয়টি কালিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে মঙ্গলবার (২৩ জুলাই) সকাল আনুঃ সাড়ে ৯ টায় কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজে অংশ নিয়ে তাকে গভীর নদী থেকে উদ্ধার করে। ফারুকের লাশ মঙ্গলবার সাড়ে ৩ টায় পরিবারের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। দুই সন্তানের জনক ফারুক হোসেন মোড়ল তিন ভাই ও এক বোনের মধ্যে সকলের বড়। তার এভাবে মৃত্যবরণে পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।