গাজী মোকলেছুর রহমান: আমরা সবাই জানি সারা বাংলাদেশের ভিতর আবহাওয়া জনিত কারনে সাতক্ষীরার আম আগে পাকে। সাতক্ষীরার আম ইউরোপে পর্যন্ত রপ্তানি করা হয়। এই সুনাম বিনষ্ট করার জন্য একদল অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম পাড়া শুরু করেছে। ইতিমধ্যে ৪০০ কেজি আম ধ্বংস করা হয়েছে।
প্রতিবছরই এমন ঘটনা ঘটে আম পরিপক্ক হওয়ার আগে একদল অসাধু ব্যবসায়ী আম পেড়ে মেডিসিন দিয়ে বেশি দামে বিক্রি করে। প্রশাসন অভিযান পরিচালনা করে যেগুলো ধরতে পারে সে আম গুলো ধ্বংস করে কিন্তু জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে থাকে।
প্রকৃত ব্যবসায়ী এবং অনলাইন উদ্দোক্তাদের সাথে কথা বলে জানা গেছে, অপরিপক্ক আম পাড়ার কারনে সঠিক সময়ে আর আম থাকেনা যার কারনে তারা ব্যবসা করতে পারেনা।
এজন্য তারা মেডিসিন ব্যবহার এবং অপরিপক্ক আম পাড়ার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন যাতে ভবিষ্যতে সাতক্ষীরার আমের নাম খারাপ করতে কেউ সাহস না করে।