কারিগরি বোর্ডের পাঁচ হাজার জাল সনদ চিহ্নিত করা হচ্ছে। এসব সনদ যারা নিয়েছেন সেগুলো বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড। চলতি মাসের মাঝামাঝিতে কারিগরি বোর্ডে হতে পারে ব্যাপক রদবদল। এমনই আভাস দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
কারিগরি শিক্ষাবোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান পাঁচ হাজার মানুষকে জালসনদ দিয়েছেন। বোর্ডের আসল সার্টিফিকেট এবং মার্কশিটের খালি কপি চুরি করে এসব সার্টিফিকেট তৈরি করতেন তিনি। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও এসব সার্টিফিকেটের তথ্য দেওয়া হয়। এই চক্রের মূলহোতা শামসুজ্জামানকে সম্প্রতি আটক করে পুলিশ।
শিক্ষকেরা বলছেন, এই ঘটনায় যেসব শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন কোর্সে পাস করে গেছেন তাদের পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। তাই দ্রুত জাল সনদধারীদের চিহ্নিত করা হোক