কিশোরগঞ্জের করিমগঞ্জে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয় আমজাদ হোসেন খান দিদারকে। যিনি লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
করিমগঞ্জ-তাড়াইল উপজেলা নিয়ে (কিশোরগঞ্জ-৩) গঠিত আসনটি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর ঘাঁটি দাবি করলেও এবারও করিমগঞ্জ উপজেলা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর ফলাফলে ভরাডুবি হয়েছে।
কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক খান মাখন (হেলিকপ্টার প্রতীক) তার প্রাপ্ত ভোট ২৭ হাজার ৯২৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি স্বতন্ত্র প্রার্থী (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৪৮ ভোট। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন খান দিদার (লাঙল) পেয়েছেন ১৫ হাজার ৩৭১ ভোট।