ফরিদপুরের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ। এক দিন আগে আরও ১৫ জনকে শহরের আরেকটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়।
শুক্রবার (৩১ মে) শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত আবাসিক হোটেল গার্ডেন ভিউয়ে এ অভিযান চালানো হয়। কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শৈলেন চাকমা বলেন, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে ‘অসামাজিক কার্যকলাপ’ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ জন তরুণী ও ৪ জন তরুণকে আটক করা হয়। একইসঙ্গে হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।