তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের দু’মাসব্যাপী বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৬ জন কর্মকর্তা আজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করে।
আরপিএটিসি, ঢাকার কোর্স সমন্বয়ক সহকারী পরিচালক মায়মুনা বিনতে মাসুদ প্রশিক্ষণার্থীদের সাথে গাইড হিসেবে ছিলেন।
১৯ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে টানা ২১ জুলাই পর্যন্ত।
উল্লেখ্য, তথ্য অধিদফতরের ৫ জন, গণযোগাযোগ অধিদপ্তরের ১৮ জন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৩ জনসহ মোট ২৬ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।