উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সেলিম উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দীন আহম্মেদ, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহিনা আক্তার, স্থানীয় সমাজসেবক মোনাজাত আলী গাজী, আলমগীর হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল।
উদ্বোধনীয় খেলায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়। পরে এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী ৮ জুন কোয়ার্টার ফাইনাল, ৯ জুন সেমি ফাইনাল, ১০ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।দেবহাটায় পুষ্টি, স্বাস্থ্য, ওয়াশ সেবার মান উন্নয়নে অ্যাডভোকেসী মেলাদেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশু পুষ্টি, স্বাস্থ্য, ওয়াশ সেবার মান উন্নয়নে অ্যাডভোকেসী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন নেদারল্যান্ডসের ইফজি ভ্যান ভি্লমেরেন। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, রাইট টু গ্রে প্রোজেক্টের প্রোজেক্ট ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, সিএসও ফোরামের সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, সিভিএ গ্রুপের সুমাইয়া খাতুন রিজমা প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইটু গ্রো প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত রায়, অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার, ফাইনান্স এন্ড এডমিন অফিসার পুলিন মন্ডল সহ সিভিএ গ্রুপের সকল সদস্য বৃন্দ, ৫ বছরের নিচে শিশুর মা-বাবা, কমিউিনিটি সাপোর্ট গ্রæপের সদস্য ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সভায় উপস্থিত ছিলেন।
মেলায় প্রকল্প শিশু পুষ্টি, স্বাস্থ্য, ওয়াশ সেবার মান উন্নয়নে বিভিন্ন সেবা সংক্রান্ত স্টল প্রদান করা হয়।
দেবহাটায় বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (৫ ও ৬ জুন) উপজেলার টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ও সুশীলন কর্তৃক বাস্তবায়িত এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুলিয়া, পারুলিয়া, দেবহাটা ও নওয়াপাড়া ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বে-সরকারী কর্মকর্তা, শিশু ফোরামের নেতৃবৃন্দ ও প্রকল্পের আওতাধীন উপকারভোগীরা অংশগ্রহন করেন। সভায় গত এক বছরের কাজের পর্যালোচনা ও আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এরিয়া প্রোগ্রামের অন্তর্ভুক্ত স্বাস্থ্য ও পুষ্টি, জীবিকায়ন ও স্পন্সরশীপ প্রোজেক্টের সকল কার্যক্রমে কমিউনিটির লোকজনের বিশেষ করে শিশুর অংশগ্রহণ ও মতামত প্রদানের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। গত ১ বছরে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা ও কমিউনিটির প্রয়োজনের ভিত্তিতে কার্যক্রমের পরিবর্তন ও পরিবর্ধন আলোচনায় স্থান পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার লাভলু খান। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক সঞ্জিব ব্যানার্জী, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, সিডিও মিজানুর রহমান প্রমুখ। কর্মশালাটি পরিচালনা করেন সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিষ্ট মামুন হোসেন। দুইদিন ব্যাপী কর্মশালাটিতে উপজেলা ৪টি ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।