আজ ০৮ জুন ২০২৪ খ্রিঃ, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ) এর আয়োজনে নগরীর খুলনা থানাধীন সাত রাস্তা মোড়স্থ ৩০৬ খানজাহান আলী রোড, খুলনার অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কেসিআরএ এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়।
পবিত্র কোরআন ও ভবগত গীতা থেকে তেলাওতের মাধ্যমে আয়োজিত সভার কার্যক্রম শুরু হয়। এরপর খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সুবীর রায়ের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিভিন্ন পদের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে এসোসিয়েশনের কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে নানামুখী কর্মপরিকল্পনাসহ আগামীর স্মার্ট সমাজ বিনির্মাণে গণমাধ্যম বিশেষ করে যারা ক্রাইম রিপোর্ট নিয়ে কাজ করে তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ) এর সভাপতি জনাব সুমন আহমেদ এবং অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আহমদ মুসা রঞ্জু। এ সময় এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।