সেরা ঔষধ শিল্প প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পেলো বায়োফার্মা।
দেশের মাঝারি শিল্প প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সেরা ঔষধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে শিল্প মন্ত্রণালয়ের জুরি বোর্ডের বিবেচনায় প্রথমস্থান অর্জন করেছে বায়োফার্মা লিমিটেড। এ উপলক্ষে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যাহর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার (৮ জুন) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে আয়োজিত ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠিত হয়।
এসময় উৎপাদনশীলতায় এবং পণ্যের গুনগত মানোন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখায় বায়োফার্মা লিমিটেড কোম্পানিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, জাতীয় প্রবৃদ্ধিতে শিল্প খাতের অবদান ক্রমবর্ধমান রাখতে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। দেশের শিল্প ও সেবা খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের উৎকর্ষতা সাধনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ এবং ইনস্টিউটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়।
এসময় নির্বাচিত উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উষ্ণ অভিনন্দন এবং রাষ্ট্রীয় এ স্বীকৃতি উৎপাদনশিলতা বৃদ্ধি উৎকর্ষতা অর্জনে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন নুরুল মজিদ।
এবার ন্যাশনাল প্রোডাক্টিভিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছে ৬ ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক ২১টি শিল্প ও সেবা প্রতিষ্ঠান।
পরে বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্যবসাবান্ধব সরকারের উদ্যোগকে স্বাগত জানান।