সুজন ঘোষঃ দেবহাটার খেজুরবাড়িয়ায় নব-নির্মিত মাদানী নগর কার্পেটিং সড়ক ও গেট উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫ টায় অধ্যাপক ডা. রুহুল হক এমপি ফিঁতা কেটে নব-নির্মিত রাস্তা ও গেটের ফলক উন্মোচন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, সমাজসেবক ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত চিকিৎসক আবুল হোসেন, সখিপুর চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য নওয়াব আলী সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।