বাঙালি তরুণ-যুবা, আবাল-বৃদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ (দারা)।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রমজান আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘কমিটমেন্ট কালচারাল একাডেমি মেধাবী ছাত্র সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
সাবেক প্রধান বিচারপতি মোঃ তফাজ্জল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড মোঃ আকতারউজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য সাবেরা বেগম, সাবেক চিফ অফ স্টাফ লে. জে. এম হারুন-অর-রশিদসহ প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের প্রাণশক্তি। মুক্তিযুদ্ধ অনেক ত্যাগ-তিতিক্ষার ফসল। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা একদিনে হয়নি। খেয়াল রাখতে হবে যেন মুক্তিযুদ্ধের কোনো অবমাননা না হয়।
মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওয়াদুদ বলেন, তোমরাই আগামী দিনের নেতা। দেশকে নেতৃত্ব দেবে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তোমরাই গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।
প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাংলাদেশকেই হত্যা করার চক্রান্ত হয়। বঙ্গবন্ধুকে পরিবারসহ নৃশংসভাবে হত্যা করে বিপথগামীরা শেষ করে দিতে চেয়েছিল দেশের উন্নয়নের ধারাকে। কিন্তু খুনীদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আজ আমরা উন্নয়নশীল দেশ।
উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তার বক্তব্যে যোগ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সন্তানদের নিরলস পরিশ্রম করতে হবে। মা-বাবাকেও ভূমিকা রাখতে হবে। বাচ্চাদের মোবাইল আসক্তি কমিয়ে প্রযুক্তিকে ভালো কাজে ব্যাবহারে সন্তানদের উৎসাহ দিতে হবে আপনাদের।