জাবির আহম্মেদ জিহাদ।।টানা ভারীবর্ষণ ও উজানের ঢলে জামালপুরের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে।এতে উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে দেওয়ানপাড়া,চিনাডুলী,ডোবরাইপেচ,শিংভাঙা,কুলকান্দি, উলিয়া, বেলগাছা সহ বিভিন্ন এলাকাতে বিরাজ করছে বন্যা আতঙ্ক।
ইতোমধ্যে ১০ ইউনিয়নের বিভিন্ন স্থানে সড়ক ও বাড়িতে পানি উঠেছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার পানির চাপে রাস্তাঘাট ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্যার কারণে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বাহাদুরাবাদ ঘাটের পানি পরিমাপক আ: মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভরী বৃষ্টিপাত ও বন্যার পানির চাপে জেলার ইসলামপুরের ইসলামপুর টু উলিয়া সড়কের দুটি স্থানে ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পানি বাড়ায় বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে ।
জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, যমুনা নদীতীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করছে। পানিবৃদ্ধি নিয়ে নদী তীরবর্তী অঞ্চলের তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি রাখা হয়েছে ।
জামালপুরের জেলা প্রশাসক মো: শফিউর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে সকল বিভাগের সাথে জেলা প্রশাসনের জরুরি বৈঠক হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি সেক্টর যার যার অবস্থান থেকে যথাযথভাবে কাজ করছেন।