সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চার একটি প্লাটফর্ম “কাব্যের মৌসুম” শুরুর পর থেকে ধীরে ধীরে সাহিত্য সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো কাব্যের মৌসুম। এক বছর উদযাপন উপলক্ষ্যে অনলাইনে পালিত হলো আড়ম্বর পূর্ণ অনুষ্ঠান। কাব্যের মৌসুমের কর্ণধার আবৃত্তি শিল্পী মৌসুমী হক এর সঞ্চালনায় অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে বাংলাদেশ ও ভারত থেকে এক ঝাঁক শিল্পী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কবি ও আবৃত্তিশিল্পী কুশল ভৌমিক, আবৃত্তিশিল্পী শরীফ শুভ্র, আবৃত্তিশিল্পী শেগুফতা রাহনুমা, ভারত থেকে কবি ও আবৃত্তিশিল্পী চন্দ্রিকা ব্যানার্জি ধর, আবৃত্তিশিল্পী দেবনিষ্ঠা জানা, সঙ্গীতশিল্পী সানজিদা রহমান শুচি, সঙ্গীতশিল্পী নার্গিস সুলতানা তৃপ্তি, সঙ্গীতশিল্পী আব্দুল বাসেত, সঙ্গীতশিল্পী সারাবান তহুরা দীপ্তি, সঙ্গীত শিল্পী রুম্মান হোসেন আরা দৃষ্টি, কবি ও আবৃত্তিশিল্পী হাসিবুল আলম, আবৃত্তিশিল্পী মাহবুবুল ইসলাম, সঙ্গীতশিল্পী প্রথা দেবনাথ।
এছাড়া এক বছরে পদার্পণ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, কবি ও উদ্যান সম্পাদক তৌফিক জহুর, ভারত থেকে কবি ও আবৃত্তিশিল্পী অমিত চক্রবর্তী, কবি স্বপন কুমার বৈদ্য, কবি হাসনাত তুহিন, ভারত থেকে আবৃত্তিশিল্পী শুভম মিত্র, আবৃত্তিশিল্পী অমিত আহসান, আবৃত্তিশিল্পী পৃথা সিনহা দাস, ইউ এস এ থেকে সঙ্গীতশিল্পী সোমা দেওয়ান, আবৃত্তিশিল্পী শর্মিষ্ঠা দে এবং আবৃত্তিশিল্পী তাপস গোস্বামী।
আজকের এই সাফল্য ও পথচলায় যারা শুরু থেকে ছিলেন, আছেন এবং সবসময় পাশে থেকে একসাথে কাব্যের মৌসুমকে এগিয়ে নিয়ে আসছেন এবং ভবিষ্যতে যাবেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কাব্যের মৌসুম এর কর্ণধার আবৃত্তিশিল্পী মৌসুমী হক।