হাফিজুর রহমান শিমুলঃ মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শ্লোগান কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব অর্থে অভ্যন্তরীণ জলাভুমি, বর্ষা প্লাবিত, ধানক্ষেত.প্লাবন ভুমি/প্রাতিষ্ঠানিক জলাজয়ে পানা মাছ অবমুক্ত করা হয়েছে। ৭আগষ্ট সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী উজ্জ্বল অধিকারী প্রমূখ। এর আগে নলতা শরীফ পুকুরে নেতৃবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন। এসময় নলতা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমান পাড় উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ও মুক্ত জলাজয়ে ৪শ ৩৫ কেজি পোনা মাছ অভমুক্ত করেন।