মোতালেব বিশ্বাস লিখন,ইবি।।
দেশব্যাপী পুলিশের গুলিতে নিহত, আহত শিক্ষার্থীদের স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন ও বৈষম্য বিরোধী সচেতন শিক্ষক প্রতিনিধিরা এতে সংহতি জানান।
শুক্রবার (০২ আগস্ট) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ডায়েনা চত্ত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে সমবেত হয় শিক্ষার্থীরা। ঘন্টাখানেক চলে এ আন্দোলন।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, প্রধান সমন্বয়ক এস এম সুইট প্রমুখ। এছাড়া নিপীড়ন ও বৈষম্য বিরোধী সচেতন শিক্ষক সমাজের প্রতিচ্ছবি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের একাত্মতা ঘোষণা করার জন্য আমি এখানে এসেছি।আমি আমার চোখের সামনে মিরপুর-১০ এ যে হত্যাকাণ্ড দেখেছি, তার বিচার বাংলাদেশ অবশ্যই হওয়া উচিত। শনিবার নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষকদের আন্দোলন হবে, সকলকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ করছি।’