সাতক্ষীরা: লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস-এর আয়োজনে সাতক্ষীরায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ রোভার স্কাউটস গ্রুপ ও ফিরোজা মজিদ ট্রাস্ট-এর সার্বিক সহযোগিতায় ঈদের পরের দিন সখিপুর সাহেব বাড়িতে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। বৃষ্টি উপেক্ষা করে ফ্রি মেডিকেল ক্যাম্পে শত শত রোগী চিকিৎসা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগী দেখেন ডা. মো. আকছেদুর রহমান, ডা. মো. মাহফুজ আহমেদ, ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. মো. আব্দুর রাজ্জাক, ডা. মনিরা খাতুন, ডা. সাইরিস মেহেরা সেতু ও ডা. মো. ইয়াছিন আলি।
এসময়ে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস-এর সাবেক প্রেসিডেন্ট ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ, রোভার স্কাউটস লিডার সাংবাদিক আবু তালেব, প্রভাষক হাফিজুর রহমান, সেরাজু্জ্জামান, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, প্যারামেডিকস মো. রায়হান, সিনিয়র রোভার মেট আব্দুল কাদের ও ১৬জন রোভার।