বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা বিএনপির ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে রবিবার পহেলা সেপ্টেম্বর সকাল দশ ঘটিকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু ,,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, আবদুর রউফ, সেলিম উদ্দিন বাহার, আবুল কালাম আজাদ, ও সংগঠন নেতাও কর্মীবৃন্দ। প্রমূখ মাস্টারপাড়ার জামে মসজিদের হাফেজ মাওলানা হাবিবুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফের ও বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, বন্যায় কবলিত মানুষের ও যারা আন্দোলনের শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন।