স্বর্ণালী শারমিন (কয়রা) খুলনা।। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এম এইচভি) পর্যায়ে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কয়রা উপজেলা কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এম এইচভি) সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে শনিবার দেয়াড়া জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কমিটি গঠন সম্পূর্ণ হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলার কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এম এইচভি) সহ সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সা, সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম সহ আরো অনেকে। এসময় কমিউনিটি ক্লিনিক এর মাল্টিপারপাস হেলফ ভলেন্টিয়ারদের (এম এইচভি) মহারাজপুর শাখার সভাপতি নির্বাচিত হয় মোঃ আরাফাত হোসেন, সহ সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক আহসান কবির, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, প্রচার সম্পাদক লিপিকা মন্ডল, যুগ্ম সাধারশ সম্পাদক মমতাজ দপ্তর সম্পাদক ফাইমা খাতুন।