সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার মতবিনিময় সভাচলা সময়ে হৈ-হট্টোগোল। ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার মতবিনিময় সভা ভুন্ডল করে দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রিয় সমন্বয়কদের উপস্থিতিতে দেশব্যাপী ছাত্র-জনতার মতবিনিময় সভার অংশ হিসেবে ১৬.০৯.২৪ উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী সাতক্ষীরায় ছাত্র জনতার মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশ গ্রহনে মতবিনিময় সভা শুরু হলেও দুই গ্রুপের বিসৃংঙ্খলায় বন্ধ হয়ে যায়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শহিদ আব্দুল রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিরিক্ত বৃষ্টির কারতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার আলোচনা সভায় ঘটনাটি ঘটে।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরায় শুরু হওয়ার পর থেকে আমরা “ছাত্রদল” সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম,সুতরাং ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দিয়ে মহবিনিময় সভা হতে পারে না। সাতক্ষীরা জেলায় কোন বৈষম্য চলবে না। যেসব ভাইয়েরা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন। আজকের প্রোগ্রাম আমরা হতে দেবো না, অবিলম্বে আপনারা এই স্থান ছেড়ে চলে যান। মূহুর্তেই অডিটোরিয়ামটি উত্তল হয়ে ওঠলে শিক্ষার্থীরা অডিটোরিয়াম ত্যাগ করেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্র আনতে পরিবেশ নিয়ন্ত্রণে আনা অানার চেষ্টা করলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হৈ হট্টোগোল চিৎকার চেচামেচি শুরু করে। ফলে মূহুর্তে ভুন্ডল হয় ছাত্র-জনতার মতবিনিময় সভা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মো: ওয়াহিদুজ্জামান অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিত ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবানে ছাত্র-জনতার মতবিনিময় সভায় বিশৃংঙ্খলা সৃষ্টি করে। এর ফলে সভা বন্ধ হয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, সভার শুরুতেই ছাত্রদের নিজেদের মধ্যে বিশৃংখলা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রুপ নেয়। পুলিশ সম্ভব্য সংঘাত এড়াতে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।