মোঃইমন মিয়া, কুলাউড়া।।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলার শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে ।
বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুরে শহরের চৌমুহনা চত্বরে মানববন্ধন অনুষ্টিত হয়।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সরকারি মাধ্যমিক শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রকল্প থেকে মানবিক বিবেচনায় অবৈধভাবে রাজস্বখাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।
মানববন্ধনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আবুল আলা মো. মওদুদ,মানজু মিয়া সরকার, মামুন রশীদ প্রমুখ।
বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বিধি বহির্ভূতভাবে প্রকল্প থেকে আসা উপজেলা শিক্ষা কর্মকর্তারা যেন সরকারি মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য পদ দখল করতে না পারে সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।