স্বর্ণালী শারমিনঃ খুলনার কয়রায় বন বিভাগ ও কোষ্ট গার্ডের যৌথ অভিযানে হরিণের মাংস সহ আলমগীর মোড়ল(৩৫)নামের এক যুবককে আটক করা হয়েছে।এসময় তার নিকট থেকে ৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটক যুবক হলেন কয়রা উপজেলার গোলখালী গ্রামের আফতাব মোড়লের ছেলে।
জানাগেছে, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে গোলখালী সরকারি পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। সুন্দরবন কোবাদক ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক আলমগীর মোড়লকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে