হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ওলামা বিভাগ ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর উপজেলা শাখার আয়োজনে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওলামা বিভাগ উলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার, জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মোসলেম উদ্দীন, উপজেলা আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ। আলোচনা রাখেন জামায়াত নেতা মাওঃ ওসমান গনি, মাওঃ হাবিবুল্লাহ বেলালী, মাওঃ মনিরুল ইসলাম হেলালী প্রমুখ। উক্ত সম্মেলনে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের ১’শ ৮টি ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দীর্ঘ ১৭ বছর পরে শ্লোগানে মুখরিত করে তোলেন উপজেলা ক্যম্পাসকে। বক্তারা এসময়ে বলেন দেশে এখনও ক্যু এর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামের অপশক্তি আ’লীগের নেতা ও কর্মীরা। তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে পাঠ্য পুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বাক্যকে উঠিয়ে নেওয়া হয়। আমাদের সাংগঠনিক ভাবে ভীত মজবুত করে দ্বীন প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে।