নাসিরুদ্দীন মাহমুদ, কাশিয়ানী (গোপালগঞ্জ)।।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-ইজি বাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে টিটুল মোল্লা (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যুর ঘটনায় ট্রাক ড্রাইভারকে উপজেলার ভাটিয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
নিহত ভ্যানচালক টিটুল মোল্লা কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা (চরপাড়া) গ্রামের মো. রকমান মোল্লার ছেলে। এঘটনায় নিহত টিটুল ছাড়াও বাইক চালক মো. আকবর মিয়া এবং একজন নারী যাত্রী গুরুতর আহত হন।
সেখানে অবস্থানরত লোকদের থেকে জানা যায়, কাশিয়ানী উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাসস্ট্যান্ডে ইজি বাইক থেকে যাত্রী নামানোর সময় দ্রুতগতির নিয়ন্ত্রণহীন ট্রাক ইজি বাইকে ধাক্কা দিলে পাশে থাকা অটোভ্যানের ওপর ট্রাক ও ইজি বাইক আছড়ে পড়ে। এতে ভ্যানচালক মো. টিটুল মোল্লা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর ইজি বাইক চালক মো. আকবর মিয়া ও উল্লেখিত নারী যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যালে প্রেরণ করেছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউদ্দিন ঘটনার সত্যতা ও অভিযুক্ত ট্রাক চালকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।