দীর্ঘ চার বছর পর আজ ইমাম খামেনি গ্রান্ড মসজিদে জুমার নামাজ পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ফলে তার জুমার খুতবা থেকে বড় ধরনের ঘোষণা আসতে পারে।
শুক্রবার (০৪ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রে অবস্থিত ইমাম খামেনি গ্রান্ড মসজিদে সবশেষ ২০২০ সালে জুমার নামাজ পড়িয়েছেন তিনি। এরপর আজ আবার এ মসজিদে জুমার নামাজ পড়াবেন সর্বোচ্চ এ নেতা।
আলজাজিরা জানিয়েছে, জুমার নামাজের আগে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন খামেনি। এতে তিনি চলতি সপ্তাহে ইসরায়েলে হামলার পর আগামীর পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখবেন। গাজায় ইসরায়েলের হামলার প্রথম বর্ষপূর্তির তিন দিন আগে তিনি এ বক্তব্য রাখবেন।