হাফিজুর রহমান শিমুলঃ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উপজেলা পর্যায়ে চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। কালিগঞ্জ উপজেলা পরিষদ খেলার মাঠে ৬টি ক্লাস্টারের থেকে দুটি করে মোট ১২টি চ্যাম্পিয়ন দল নিয়ে উপজেলা পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশগ্রহণকরী দলগুলে হলো তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (চাম্পাফুল ক্লাস্টার), মসজিদ বাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (ধলবাড়ীয়া ক্লাস্টার), উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সদর ক্লাস্টার), বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল ক্লাস্টার), এর মধ্যে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন তেঁতুলিয়া এবং বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বাগ-বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে সেমিফাইনাল খেলায় অংশগ্রহণকরী দলগুলে হলো দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ধলবাড়ীয়া ক্লাস্টার),শ্রীধরকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় (এম,এম পুর ক্লাস্টার),দুদলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল ক্লাস্টার), দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (আহছানিয়া ক্লাস্টার) , ফাইনাল খেলায় টইব্রেকারে দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিরাজুল আশরেকিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,জহুরুল ইসলাম, এ কে এম মোস্তাফিজুর রহমান, প্রকাশ চন্দ্র , ওমর ফারুক, ফিফা রেফারি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, প্রধান শিক্ষক সেলিনা জামান, পারভিন আক্তার খুকু, অনুপ কুমার, অমল কুমার, হাবিবুর রহমান, আল-আমিন, সহকারী শিক্ষক এস এম গোলাম রহমান, বিশ্বনাথ অধিকারী,শাহিনা আক্তার, আমির হোসেন মিঠু, মোস্তাফিজুর রহমান,আবু হাসান রাজ, রাসেল হোসেন, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আশেক মেহেদী, যুবলীগ নেতা সাংবাদিক সাজেদুল হক সাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক এ কে এম জাহাঙ্গীর কবির, দেবেন্দ্রনাথ মুখ্যোপাধ্যয়, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মিলন । রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ফিফা-রেফারি শেখ ইকবাল আলম বাবলুর নেতৃত্বে সোহাগ, রিয়াজুল ইসলামসহ অন্যান্য রেফারিবৃন্দ।