হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক গৃহবধুসহ দুইজনের করুন মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে কালিগঞ্জ হাসপাতাল ও সদর হাসপাতাল কতৃপক্ষের অব্যস্থাপনা ও খামখেয়ালীপনার। রোগী মৃত্যুমুখে পতিত হওয়ার পরে রেফার করা হয় অন্যাত্রে। শতকষ্ট আর ভোগান্তিতে পড়তে হয় রোগীর স্বজনদের।
আজ রাত আনুঃ সাড়ে তিনটার দিকে ডেঙ্গু আক্রান্ত শাহানারা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহানারা খাতুন সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ আগষ্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন শাহানারা। শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে তাকে খুলনা মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার
(২২ জুলাই) বিকেল ৫ টার দিকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে আলমগীর হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। সে কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলাম গাজীর পুত্র। মৃত আলমগীর গাজীর ভাই সুজন জানান, আমার ভাই যশোরের একটি কওমিয়া মাদ্রাসায় হাফেজি পড়ত। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরিক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর থেকে সে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে খুলনায় রেফার করে। এরপর খুলনার গাজী মেডিকেল কলেজে নেয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরায় রেফার করা হয়।