আজ সকাল আনুমানিক ১১.৩০ মিনিটে শ্যামনগর উপজেলার মেইন সড়ক স্থানঃ খানপুর আনছার সাহেবের ইটের ভাটার সামনে, দুই মটর সাইকেল সামনে থেকে সংঘর্ষ হয়। এতে একজন ওই স্থানে মারা যায় পরিচয়ঃ আলহাজ্জ বদরু হালদার (50+) রায়পুর নিবাসি, কালিগঞ্জ উপজেলা। এবং অপর ব্যাক্তি পরিচয়ঃ মীর জুবায়ের (২০) মৌতলা নিবাসি, কালিগঞ্জ উপজেলা।
জুবায়ের বর্তমান CCU তে ভর্তি আছে। জীবনাশঙ্কাপূর্ন। মাথার বড় ধরণের আঘাত পেয়েছে। দাঁত ভেঙে গেছে, নকে প্রচন্ড আঘাত পায়।
জুবায়ের এর পরিবার অধিকাংশ ব্যাক্তি আলহাজ্জ বদরু হালদার বাড়িতে গিয়ে তাদের শোক অংদ্বায়ি হতে।
এ বিষয়ে শ্যামনগর থানার (ভারপ্রাপ্ত) ওসি ফকির তাইজুল ইসলাম মটরসাইকেল দুর্ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, আমি শোনা মাত্র হাসপাতালে ও দুর্ঘটনা স্থানে যাই। স্থানীয়দের মুখ থেকে শুনি সড়ক দুর্ঘটনার কথা, ঘটনাস্থলে বদরুজ্জামান নামক চালক নিহত হয়েছে। অপর চালককে (মীর জুবায়ের) উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দিয়েছি। কোন পক্ষ থেকে কোন অভিযোগ করিনি যদি কেউ অভিযোগ করে তখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া ।