আকিবুজ্জামিন :কালিগঞ্জ সুইলপুর গ্রামের মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও কেনা বেচা বন্ধে অভিযান চালিয়েছে। শনিবার (২৬ অক্টোবর ) উপজেলার ভাঁড়াশিমলা ইউনিয়নে সুইলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
অভিযান কালে মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি ড্রেজিং মেশিন সহ অবৈধ ভাবে উত্তোলন কৃত বালি জব্দ করা হয় এবং সাথে সাথে প্রকাশ্যে নিলামের মধ্যেমে বিক্রি করা হয় । ড্রেজিং মেশিন সহ বালি প্রকাশ্যে নিলামে ১ লক্ষ ৭০ হাজার টাকা দর ওঠায় বালিসহ মালামাল সর্বচ্চ দরদাতা কে দিয়ে দেওয়ন হয়।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর অভিযানের খবর পেয়ে অবৈধ বালু সিন্ডিকেটের নিয়ন্ত্ররা আগেভাগেই কয়েকটি ড্রেজিং মেশিন এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বিক্রিয় করছিলো কিছু অসাধু ব্যবসায়ী। যার ফলে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে টাকার পাহাড় গড়ে তুলছিলেন কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কে ড্রেজিং মেশিন গুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছিলো কিন্তু তারা সারিয়ে না দেওয়ার কারণে অভিযান চালিয়ে বালু ও ড্রেজিং মেশিন গুলা জব্দ করা হয়েছে। ( আপনার এলাকায় অবৈধ ড্রেজিং মেশিন থাকলে তথ্য দিন ) ভূমি রক্ষায় এগিয়ে আসুন। এ দেশ আমার আপনার,