কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে প্রকল্পের টাকা ও পরিষদ সংস্কারের প্রায় দশলক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতি ও নানাবিধ অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যা, ইউনিয়ন যুবলীগ, কৃষক লীগসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে দক্ষিণ শ্রীপুর টু বাঁশতলা সড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ভূক্তভোগী জনগন অংশগ্রহণ করেন। এ সময় ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, মেম্বর আবু সাঈদ, মেম্বর মনিরুল ইসলাম, সদস্যা সেলিনা পারভীনসহ অন্যান্য মেম্বর, সাবেক মেম্বর, ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ঐ চেয়ারম্যান একদিনেও পরিষদে আসেনি। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের মূল্যায়ন না করে দলীয় প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছাধি মতো কাজ করেছেন। তিনি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। ইউনিয়ন আ’লীগের সভাপতির পদে থেকে দলীয় পরিচয় বহন করে এতদিন লুটতরাজের রাজস্ব কায়েম করেছে, আমরা তার দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি চাই। অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে আন্দোলন কারীরা বলেন আগামীতে উপজেলা সদরে মানববন্দন, সংবাদ সম্মেলন, সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতি তুলে ধরে পুলিশ, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে।