মানবতার কাজ, কবির নেওয়াজ রাজ
আবুল হোসেন ঢালী
তোমায় নিয়ে লিখব আমি
সারা জনম ভর
তোমার মহাত্বা ছুয়ে দিয়েছে
আমার এ অন্তর
দক্ষিণ বাংলার জোছনা তুমি
মোদের অহংকার
দুঃখি জনের গলার মালা
সখের অলংকার
তোমায় নিয়ে গর্ব মোদের
যত কাব্য লেখা
স্বচ্ছ জীবন করতে গঠন
অনেক স্বপ্ন আঁকা
ভালোবাসা শুধুই তোমার
মানবতার কাজ
তাই তো ভাসে হৃদয় কোনে
কবির নেওয়াজ রাজ।