হাফিজুর রহমান শিমুলঃ সুশীলন এর সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর আওতায় দলীয় সদস্যদের মাঝে রিজার্ভ তহবিল হতে বাংলাদেশ সরকারের বৃক্ষরোপন অভিজানকে সফল করার জন্য এ বছর (২০১৯-২০২০ অর্থবছর) সুশীলনের সকল সেন্টারে ১ হাজার ১শ জনের মধো ৫ হাজার ৫শ টি ফলজ ও ঔষধী গাছ বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে ২৬ আগষ্ট মুন্সীগজ্ঞ ও নওয়াবেকী শাখায় ১শ ৭০ জনের প্রতিজন ৫টি করে (আম, কদবেল, নারিকেল, পেয়ারা ও বাতাবী লেবু) মোট ৮শ ৫০টি গাছ বিতরণ করা হয়েছে। বনজ ও ফলদ গাছের চারা বিতরণের এই কার্যক্রম আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপ পরিচালক ও বন্ধু কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।