মাসুম বিল্লাহ আরিফ।। বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন তার জীবনে নতুন আনন্দের খবর। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন তিনি।
পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার এই অপেক্ষার অবসান ঘটেছে। মোস্তাফিজ ও তার স্ত্রীর ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান।
ফেসবুকে পোস্ট দিয়ে মোস্তাফিজ জানিয়েছেন, তার স্ত্রী এবং নবজাতক সুস্থ আছেন। পাশাপাশি তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।