ইয়ুথ এন্ডিং হাঙ্গার – বাংলাদেশ কুষ্টিয়া জেলায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার ট্রেনিং সেন্টারে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে ট্রেনিং এর সমাপনী ঘোষণা করা হয়।
ট্রেনিং এ প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাশ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী পলাশ আহমেদ এবং সহায়ক হিসেবে ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার কুষ্টিয়া জেলা ফোরামের যুগ্ম সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ফয়সাল হাসান। যশোর জেলা ফোরাম ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সমন্বয়কারী দীপ হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ইয়ুথ লিডার।
এসময় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এ অংশগ্রহণকারীদের সামাজিক দায়বদ্ধতা, তথ্য অধিকার আইন, এডভোকেসি, মুক্তিযুদ্ধের চেতনা, প্রত্যাশার বাংলাদেশ, তরুণ সমাজের ভূমিকা, নাগরিক, গনতন্ত্র ও সুশাসন এবং স্বয়ংক্রিয় নেতৃত্ব সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রসঙ্গত, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ছাত্রছাত্রীদের নেতৃত্বে পরিচালিত একটি সংগঠন। মূলত স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর অনুপ্রেরণায় সৃষ্ট এটি একটি সহযোগী ছাত্র সংগঠন। এই সংগঠন এর প্রতিটি ছাত্র নিজের ভাগ্য নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করায় প্রতিশ্রুতিবদ্ধ।