লেখক: রিদয়ান
বিলের মাঝে পদ্ম ফুল,
দেখে আমি হলাম ব্যাকুল।
ইচ্ছে আমার হারিয়ে যেতে,
নাও নিয়ে পদ্মবিলের মাঝেতে।
পদ্ম পাতার সবুজ কোলে,
জল টলমল, মধুর দোলে।
এই সৌন্দর্য যেন বলছে কথা,
বিলের জলেই জেগেছে স্বপ্নের ব্যথা।
রক্তাক্ত পদ্মের শিহরণ দেখে,
মনে পড়ে ইতিহাসের রক্তস্রোতে।
দেখে আমি এই রক্তাক্ত পদ্ম,
মনে পড়ে সেই,
৭১-এর রফিক, সালাম, বরকত,
২৪-এর আবু সায়িদ আর মুগ্ধ।
দিয়েছে তারা প্রাণ অকাতরে,
তাদের স্মৃতি লুকিয়ে হৃদয়ের ভাঁজে।
তারা ছিল এই দেশের আলো,
তাদের গল্পে ভরা সবুজ মাঠ-কালো।
যাদের জন্য পেয়েছি এই দেশ,
তারা আজ যেন নিঃশেষ।
তবু তাদের রক্তের রং লাল পদ্ম হয়ে,
আজো হাসে বিলের কোলে।
তাদের জন্য মনে বলে,
গাইতে চাই এক জীবনের গান।
তারা যে আমার বাংলার গল্প,
তারা যে আমার পদ্মের প্রাণ।
এই কবিতা বাংলার প্রকৃতি ও ইতিহাসের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ এবং আমাদের দেশের সৌন্দর্য সবসময় আমাদের গর্বের উৎস। আশা করি, এই কবিতাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।