ভোলায় মনপুরায় অভিযান চালিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপজেলার দুই যুবলীগের নেতাকে আটক করেন পুলিশ।
শনিবার উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে দুপুর ৩ টায় আদালতের মাধ্যমে আটককৃতদের ভোলা জেল হাজাতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর ও উপজেলা যুবলীগের সদস্য মহসিন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন, চরযতিন ও সোনারচর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ মার্চ উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামায়। এই সময় ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে পুলিশ এ্যাসল্ট মামলা করে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে আটককৃতদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
মনপুরার থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, আটকৃত ৩ আসামী পুলিশ এ্যাসল্ট মামলার আসামী। আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।