হাফিজুর রহমান শিমুলঃ অভয়নগর উপজেলায় বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর আওতায় দলীয় সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতীর গাছের চার বিতরণ করা হয়েছে। সুশীলনের ইন্টারনাল অর্ডিটর রবিন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সোবহান। সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসের মাঠ সুপার ভাইজার ইসাহাক আলী, উপজেলা উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোশ কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুশীলনের এরিয়া ম্যানেজার আবু জাফর সিদ্দিক মিলন। সুশীলনের অভয় নগর কার্যালয়ের চত্বরে উপজেলার ১শ জন উপকার ভোগীর মাঝে বিভিন্ন প্রজাতীর ৫শ চারা বিতরণ করা হয়েছে।
জানাগেছে, সুশীলনের সঞ্চয় ও ঋনদান কর্মসুচীর আওতায় দলীয় সদস্যদের মাঝে রিজার্ভ তহবিল হতে বাংলাদেশ সরকারের বৃক্ষরোপন অভিযানকে সফল করার জন্য চলতি বছর (২০১৯-২০২০ অর্থবছর) সুশীলনের সকল সেন্টারে ১ হাজার ১শ জনের মধো ৫ হাজার ৫শ টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৬ আগষ্ট থেকে সুশীলনের মুন্সীগঞ্জ ও নওয়াবেঁকী শাখায় ১শ ৭০ জনের প্রতিজন ৫টি করে (আম,কদবেল, নারিকেল, পেয়ারা ও বাতাবী লেবু) মোট ৮শ ৫০টি গাছ বিতরণ করা হয়েছে। বনজ ও ফলদ গাছের চারা বিতরণের এই কার্যক্রম আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু জানান, সুশীলন ২৮ বছর যাবৎ সকল উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরন করে আসছে। আগামী দিনেও গাছের চারা বিতরনের ধারা অব্যাহত থাকবে।