শেখ আবু নাছিমঃ আজ দুপুরে ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নূর মোহাম্মাদ বিশ্বাস এর অনুমতিক্রমে অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউপি সচিব জনাব মনজুর আলম এর নেতৃত্বে, কয়েকজন ইউপি সসদস্য, ইউপি উদ্যোক্তা, গ্রাম পুলিশ, দফাদার ও গ্রাম আদালত সহকারীকে সঙ্গে নিয়ে স্বরাব্দীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পিছনে ডেঙ্গু প্রতিরোধী ওষুধ প্রয়োগ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুল ইসলাম ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।
পরে তাঁরা ডেঙ্গু রোগে আক্রান্ত ৫নং ওয়ার্ডে বসবাসকারী চালিতাবাড়িয়া গ্রামে মোঃ আদর আলীকে দেখতে যান। এ সময় সাথে ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য সচিব জনাব মোঃ মনজুর আলম, ইউপি সদস্য জনাব মোঃ রেজাউল ইসলাম, ইউপি উদ্যোক্তা শাহীন আলম, গ্রাম পুলিশ, দফাদার ও গ্রাম আদালত সহকারী। এসময় ইউপি সচিব মোঃ আদর আলীর বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চান এবং সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। বর্তমানে তিনি সুস্থ্য আছেন।
পরে তাঁরা উক্ত গ্রামের আরো একজন ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তি মোঃ আব্দুল আজিজকে দেখতে যান। তাঁরা তার বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তার বাড়ীর চারিদিক পরিদর্শন করেন। এসময় কয়েকটি ফুলের টবে বিষাক্ত পোকা মাকড় দেখতে পান এবং সেগুলোকে ঔষধ দিয়ে ধংস করেন। বর্তমান ডেঙ্গু রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এসময় ইউপি সচিব বাড়ির চারিদিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরকে এবং এলাকার সবাইকে বিশেষভাবে অনুরোধ করেন।