হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে পুলিশ প্রশাসনের উদ্যোগে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ২ টায় কালিগঞ্জ সার্কেল অফিসে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ইকবাল আলম ববাবু, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারাফ হোসেন, সাংবাদিক মহিবুল্যাহ প্রমুখ। আগামী ৭ সেপ্টেম্বর শনিবার থেকে পৃথক ৪ টি নিরপেক্ষ ভেন্যুতে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিদ্যালয়গুলো হলো, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যলয়, উজ্জীবনী ইনস্টিটিউট, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতার প্রথম পর্বে ‘প্রতিকার নয় প্রতিরোধই ডেঙ্গু মোকাবেলার প্রধান হাতিয়ার’, ‘অজ্ঞতাই বাল্যবিবাহের প্রধান অন্তরায়’, ‘মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ’ ও ‘শিক্ষার্থীদের স্মার্টফোনের অবাধ ব্যবহার আশির্বাদ নয় অভিশাপ’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।