কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বে পবিত্র শ্যামপুর শরিফের উরুস মোবারক উপলক্ষে আয়োজিত মহাসমারোহে হাজার হাজার ঢল নেমেছে। এখানে আন্তর্জাতিক চিন্তাবিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্ব বিখ্যাত পীর হজরত মাওলানা সৈয়দ শাহ আল্লামা ওসিমুদ্দিন শাহ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উরুর মোবারক উৎযাপন হচ্ছে। এই অনুষ্ঠানে দ্বীন ইসলামের দাওয়াত ও খেদমতে ওলীদের আত্মত্যাগ ও ভূমিকা পালন নিয়ে আলোচনা করা হয়। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে প্রায় হাজার হাজার মানুষ জড়ো হয় দোয়া ও হেদায়েত নেবার জন্য। আজকের এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত মহাসমারোহে উপস্তিত ছিলেন দুই বাংলার আন্তর্জাতিক পীর হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা সাইফুদ্দিন শাহ আল কাদেরী খিদিরপুর খানকা শরিফ। এবং পশ্চিম বাংলার বিখ্যাত বাসু বাটি দরবারে র পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা সামিরুল ইসলাম আল চিশতী ও উত্তর প্রদেশের কাচুয়া শরিফের পীর সৈয়দ শাহ আরশাফ আলী শাহ আল কাদেরী ও হোসাইনী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্ব বিখ্যাত ওলামা ও খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব সালাউদ্দিন শাহ আল কাদেরী ও খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা মুফতি গোলাম ইস্তারশিদ আল কাদেরী সহ অন্যান্য পীর সাহেব ও ওলামা। এই পবিত্র উরুস মোবারক টি পরিচালনা করেছেন শ্যামপুর শরিফের গ্রামবাসী বৃন্দ।।