নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী এবং ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ডাঙ্গীসাড়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী বিনামিনের সাথে ছাত্রদল নেতা মতিন ও আতিকের সাথে ডাকবাংলো মোড়ে কথা-কাটাকাটি হয়। পরে বিনামিন কে মারধর করে আহত করে ছাত্রদলের কয়েকজন ছেলে। এমন খবর পেয়ে বিকালে বিনামিনের পরিবার ও গ্রামবাসী এসে মতিন ও আতিকের উপর হামলা চালালে মূহুর্তেই ডাকবাংলো মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এতে গ্রামবাসীসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেছে এবং কয়েকজন কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয়পক্ষের আনুমানিক ১৩ জন কে চিকিৎসা প্রদান করা হয়েছে। এরমধ্যে দুইজনকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ছাত্রদল নেতা আব্দুল মতিন বলেন, আমি এবং আতিক বিনামিনের সাথে কথা বলতে গেলে বিনামিন এবং তার ভাই ইমরুল কায়েস আমাদের মারধর শুরু করেন।
এদিকে বিনামিনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।