মো: আকিবুজ্জামিন।। কনটেন্ট ক্রিয়েটর কাফি, তার বাড়ি ভাঙ্গা কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য ও পোস্ট লক্ষ্য করা যাচ্ছে, এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন আপনাদের মাঝে জানতে চাই, এবং জানাতে চাই মূলত বিষয়টা কি হতে পারে। আপনারা দেখে থাকবেন যে সে বারবার বলতেছে একটাই কথা, যে সে ৩২ নাম্বারের বাড়ি ভাঙচুর ও জুলাই আগস্টের আন্দোলনে থাকার ফলে তার এই বাড়ি ভাঙচুর করা হয়েছে ,এখানে প্রশ্ন একটাই সেই কি একমাত্র ব্যক্তি যে জুলাই আগস্টে আন্দোলন বা ৩২ নাম্বারে বাড়ি ভাঙচুর করার সময় ছিল, অবশ্যই না তাহলে তার উপরেই কেন ? আপনারা দেখে থাকবেন – বেশ কিছুদিন যাবত বিভিন্ন সেলফি কাণ্ডে বা মেয়ে গঠিত সেলফি কান্ডে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে, মানুষজন তাকে যথেষ্ট পরিমাণ বাজে মন্তব্য ও ঘৃণিত মন্তব্য করে যাচ্ছে, তার মধ্যে একজনের ভিডিওর প্রতিক্রিয়া ভিডিও তৈরি করে ব্যাপক জনরসে পড়েছেন তিনি। স্পষ্ট যে জনগণ তাকে যথেষ্ট পরিমাণ প্রত্যখান করেছে। আর ঠিক এমন সময়ে ঘটলো তার বাড়ি পোড়ানোর মতো ঘটনা এবং তার বাড়ি পড়ানো নিয়ে যথেষ্ট রহস্য ও ধোয়াসা রয়েছে , চলুন সে গুলো আমরা আপনাদের মাঝখানে পরিষ্কার করি। প্রথমত তার ওই বাড়িতে নাকি ৫০ লক্ষ টাকারও বেশি জিনিসপত্র রয়েছে বা ক্ষতি হয়েছে এমনটা বলেছেন তিনি, এবং সাত দিনের মধ্যেই তার বাড়ি নির্মাণের কাজ করো না হলে সরকারের বিরুদ্ধে যাওয়ার এবং সরকারকেই রীতিমতো হুমকি দিলেন তিনি। এছাড়াও সরাসরি সরকারকে ব্যর্থ এবং আস্তে করে সরে যাওয়ার কথা বললেন তিনি, এটি কি রাষ্ট্রদ্রোহের শামিল নয় আপনারা বলবেন ? এছাড়াও তার বাবা বললেন তিনি সাড়ে বারোটার সময় জেগে ছিলেন কিন্তু বাসায় আগুন লেগেছে একটার সময় তো প্রশ্ন একটাই যে কাঠের বাসায় আগুন লাগার কতক্ষণ পরে মানুষ জানতে পারে আপনারা বলেন ? এছাড়াও আগুন লাগা বাড়িতে দরজা বাইরে থেকে আটকানো থাকা অবস্থাতেও পরিবারের একজনের গায়ে আগুনের ফোস্কা ছাড়াই সম্পূর্ণ সুস্থ অবস্থায় থাকার টা কি কম রহস্যের ? অনেকেই হয়তো বলতে পারেন তাহলে আমি কি তা চাচ্ছি যে তাদের বড় কোন ক্ষতি হতো বা মারা যেত ? অবশ্যই না আমি জাস্ট বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করছি । আমি সাধারণ একজন মানুষ মাত্র অবশ্যই ভুল ত্রুটি আমারও হতে পারে। রাষ্ট্রদ্রোহিতা, সরকারকে নিয়ে বাজে মন্তব্য বা দেশে আন্দোলন বা এ সংক্রান্ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বা এ সংক্রান্ত উস্কানি তৈরি করার অপরাধে কাফি কে কি গ্রেপ্তার করার মত যথেষ্ট অপরাধ নয় আপনারাই বলবেন ? দেশবাসী সাধারণ মানুষ অপেক্ষায় কাফি কি পাবে নতুন বাড়ি নাকি পাবে সাজা তা দেখার অপেক্ষায় আমরাও !