অাতিকুর রহমান:
কালিগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্দ্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা মঙ্গলবার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বনাম দক্ষিণশ্রীপুর ইউনিয়ননের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদের মাঠে বিকাল সাড়ে ৪ টায় টাইব্রেকারের মাধ্যমে ৫-৪ গোলে দক্ষিনশ্রীপুর ইউনিয়ন কৃষ্ণনগর ইউনিয়নকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্তি সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহকারী মজনু, সামাদ, সেলিম। উক্ত খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, সাংবাদিক মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান, দক্ষিনশ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানের কন্যা বিশিষ্ট সমাজ সেবিকা শাফিয়া খাতুন সহ ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।