জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৭৯ সাল।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের “কুলি” ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হয়.. এরপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি.. একর এক দর্শক জনপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছে.. বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত “মেঘের কোলে রোদ”.. “কি যাদু করিলা”.. “গঙ্গাযাত্রা” ছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছে.. একজন পপি আর ১০০ বছরেও তৈরি হবে না..পপিকে আমাদের চলচ্চিত্রে দরকার.. কোনোভাবেই পপিকে হারিয়ে যেতে দেওয়া যাবেনা.
সাদিকা পারভিন পপি জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৭৯… ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের “কুলি” ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হয়.. এরপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি.. একর এক দর্শক জনপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছে.. বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত “মেঘের কোলে রোদ”.. “কি যাদু করিলা”.. “গঙ্গাযাত্রা” ছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছে.. একজন পপি আর ১০০ বছরেও তৈরি হবে না..পপিকে আমাদের চলচ্চিত্রে দরকার.. কোনোভাবেই পপিকে হারিয়ে যেতে দেওয়া যাবেনা।