মোঃ এনামুল হক : ঢাকা জেলার সাভার আশুলিয়ার আড়ৎ সহ খুচরা মাছ বাজার গুলো দখলে রয়েছে বিক্রয় আমদানি নিষিদ্ধ ক্ষতিকর রাক্ষসী মাছ পিরানহার দখলে। খোজঁ নিয়ে দেখা যায়।সাভার মাছের আড়ৎ হেমায়েতপুর মাছের আড়ৎ বাইপাল মাছের আড়ৎ কালিয়াকৈর মাছের আড়ৎ সহ খুচরা বাজার যেমন আশুলিয়ার বাইপাল বগাবাড়ি পাথালিয়া বাজার বউ বাজার নবীনগর টান সাভারের আমিন বাজার সাভার কাঁচা বাজার জামগড়া বাজার বলিভদ্র বাজার শ্রীপুর বাজার সহ প্রত্যেকটি বাজারে বিপুল পরিমান ক্ষতিকর এ রাক্ষসী পিরানহা মাছটি বিক্রি হচ্ছে এ ব্যাপারে কয়েক জন আড়ৎদার ও খুচরা মাছ বিক্রতার সাথে আলাপকালে জানা যায় তারা বলেন যে এই পিরানহা মাছ সাধারনত কুমিল্লার দেবীধার দাউদকান্দি ও চান্দরাু সহ চাঁদপুরের বিভিন্ন এলাকায় চাষ হয়। এখান থেকে কিছু মাছ ব্যাবসায়ি মাঝে মাঝে আমদনি করে থাকে আর তখন মাঝে মাঝে আমরা বিক্রি করে থাকি। তাদের প্রশ্ন করা হলে যে এই ক্ষতিকর রাক্ষসী পিরানহা মাছটি যে আমদানি বিক্রয় নিষিদ্ধ তারা জানেন কিনা তারা বলেন এটা যে বিক্রয় নিষিদ্ধ তারা তা মোটেও জানেনা এবং পরবর্তী সময় বিক্রয় না করার কথা ও বলেন। এ ব্যাপারে সচেতন মহলের দাবি অচিরেই যেনো এই ক্ষতিকর বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছটি পুরোপুরি চাষা বাদ ও আমদানি রপ্তানি নিষিদ্ধ করা হয়।