হাফিজুর রহমান শিমুলঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ “মুজিব বর্ষ” কে “বিদ্যুৎ সেবা বর্ষ ” হিসেবে পালন করবে। সেবাবর্ষে বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উক্ত সময়ে এক ঘন্টা করে বেশি অফিস করবে এবং জনগণের শতভাগ বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করবে। সারা দেশে তৃণমূল পর্যায়ের গ্রাহকদের সাথে উঠান বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শতভাগ সেবা প্রদানের চেষ্টা করবে বিদ্যুৎ বিভাগ। তারই ধারাবাহিকতায় আজ বিকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নে বিদ্যুতের গ্রাহকদের সাথে উক্ত ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উঠান বৈঠকে মতবিনিময় করেন। চেয়ারম্যান মহোদয় গ্রাহকদের বিভিন্ন সুবিধা অসুবিধা সরাসরি শোনেন এবং তা সমাধানের জন্য সেখানে উপস্থিত বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনালের ডিজিএম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসি মোস্তফা কামালসহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় মানবাধিকার কর্মী বিশিষ্ট সমাজ সেবক আনছার উদ্দীন লাভলু’র প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন বর্তমান সরকার জনবান্ধব সরকার, শুধু বিদ্যুৎ খাতে নয়, সকল সেক্টরে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছে।