ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে পিত্তথলিতে (গলব্লাডার) সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ সোমবার সরেজমিনে হাসপাতালে স্বাক্ষাত হয় লিজা ও লিজার পরিবাবের সাথে। অনেকক্ষণ লিজার সাথে কথা হয়। লিজার বাবা হেলাল উদ্দিন, ভাই মাহমুদুল হাসান শুভ ও আঙ্কেল তৌফিক জহুর উপস্থিত ছিলেন। এখন সে মোটামুটি সুস্থ, আগামী ২/৩ দিনের মধ্যে হাসপাতাল ছেড়ে বাসায় যাবেন বলে নিশ্চিত করেছেন দ্বায়িত্বরত চিকিতষক।
২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন লিজা। বর্তমানে দর্শক হৃদয়ে আলোচিত শিল্পী লিজা। আমরা তার সুস্থতা ও মঙ্গল কামনা করি।